১০ মিনিটে জাল সনদ বানায় হাটহাজারীর সততা প্রিন্টার্স

আটক ২

সব ফরম প্রস্তুত থাকে এখানে। চাওয়ামাত্র তৈরি করে দেয়া হয় প্রাতিষ্ঠানিক, চাকুরি বা বিয়ের কাবিননামা। ১০ মিনিটে তৈরি হয়ে যায় জাল সার্টিফিকেট।

হাটহাজারীতে সততা স্টোরে উপজেলা প্রশাসনের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রির দায়ে দুজনকে আটক করা হয়েছে। এ কাজে ব্যবহৃত কম্পিউটারটি জব্দ করে দোকান সিলগালা করা হয়েছে।

গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন হাটহাজারী থানার সামনে আলমোস্তফা মার্কেটে সততা প্রিন্টার্সে অভিযান চালান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে একাডেমিক সার্টিফিকেটসহ সবধরনের জাল সনদ তৈরি করে আসছিল।

জাতীয় সনদ, জন্ম নিবন্ধন, কাবিননামা, ড্রাইভিং লাইসেন্স, এসএসসি, এইচএসসি বা যে কোন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, মার্কসিট মাত্র ১০ মিনিটেই তৈরি করা হয়। যারা বিভিন্ন পরিক্ষায় ফেল করেছেন এখান থেকে টাকার বিনিময়ে অনেকে এসব সনদ তৈরি করেন৷ দোকানের কম্পিউটারে সব ধরনের সার্টিফিকেটের ফরম তৈরি করা থাকে। শুধুমাত্র নাম ঠিকানা আর তথ্য দিয়ে ফরম পূরণ করে দিয়ে প্রিন্ট দিলেই কাজ শেষ।

এ অভিযানে জাল সনদ বিক্রির অপরাধে মালিক নজরুল ইসলাম (৪৫) ও কম্পিউটার সহকারী ফাহিম (২০) কে আটক ও জাল সনদ তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার জব্দ দোকানটি সিলগালা করা হয় ।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!