ম্যাজিস্ট্রেট গিয়ে দেখেন জামালখানের কোচিংভরা শত শিশু

জেলা প্রশাসনের অভিযান

জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার কড়া নির্দেশনা রয়েছে সরকারের। এই নির্দেশনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চট্টগ্রাম নগরীর অনেক কোচিং সেন্টারই পুরোদমে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

বুধবার (১৩ নভেম্বর) জেলা প্রশাসনের অভিযানে তেমনই এক ঘটনা ধরা পড়লো নগরীর জামালখানের হেমসেন লেইনে।

সকাল পৌনে ৯টার দিকে হেমসেন লেইনের বাবলা দে কোচিং সেন্টারে আকস্মিক অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

ম্যাজিস্ট্রেট গিয়ে দেখেন জামালখানের কোচিংভরা শত শিশু 1

ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই কোচিং সেন্টারটিতে অভিযান পরিচালনা করা হয়। এতে আমরা দেখতে পেয়েছি জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা থাকার পরেও বাবলা দে তার কোচিং ব্যবসা পুরোদমে চালু রেখেছেন। অভিযানের সময় প্রায় শখানেক শিক্ষার্থীকে কোচিং সেন্টারটিতে উপস্থিত ছিল।

তিনি জানান, এ অভিযানের সময় কোচিং সেন্টারটিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ১৮৯ ধারা ভঙ্গের অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে সরকারি নির্দেশনা মান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার মুচলেকা নিয়ে বাবলা দেকে ছেড়ে দেওয়া হয়।

সিএম/বিসি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!