আল্লামা জুবাইর’র উপর হামলা ওলামায়ে কেরামদের জন্য অশুভ ম্যাসেজ

আল্লামা জুবাইর’র উপর হামলা ওলামায়ে কেরামদের জন্য অশুভ ম্যাসেজ 1চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম এ) মাদ্রাসার অধ্যক্ষ লেখক ও গবেষক আল্লামা জয়নুল আবেদীন জুবাইর’র গাড়ী বহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সমাজ সেবক আলহাজ্ব নুরুল বশর মিয়া উপরোক্ত মন্তব্য করেন।

মাদ্রাসার উদ্যোগে আয়োজিত শিক্ষক-ছাত্র ও গভর্নিং বডির এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,- মাদরাসার গভর্নিং বডির সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, আলহাজ্ব নিয়াজ আহমদ, বুডিরচর জিয়াউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, শাহমীরপুর ফয়জুল বারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, চার পীর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কাজী আবদুল হান্নান, মোহাদ্দিস আল্লামা শরিফ মোহাম্মদ সোলায়মান আলহাছানী, উপাধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, শাইখুল হাদিস আল্লামা এনামুল হক সিকদার, চট্টগ্রাম উন্নয়ণ সংগ্রাম কমিটির মহাসচিব আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর, মোহাদ্দিস আল্লামা এরফানুল হক, ফকিহ আল্লামা কামাল উদ্দিন আজহারী, আল্লামা আ ফ ম গোলাম মাওলা, আল্লামা শহিদুল ইসলাম চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রাম দক্ষিণের নেতা জামাল উদ্দিন, অধ্যাপক আবদুল আজিজ, অধ্যাপক হাকিম মনির, অধ্যাপক মির্জা মুহসিন, মাস্টার আখতারুজ্জামান, মাওলানা জানে আলম নিজামী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা নুরুল বারী, মাওলানা শামসুল হক, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা মাওলানা আবদুল হামিদ কালোবী, মাওলানা হাফেজ রফিক হোসেন, রাজনীতিবিদ আলহাজ্ব এম ইলিয়াছ খান ইমু, ছাত্রনেতা জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার রাসেল, এম মনির উদ্দিন, আবু জাফর সালেহ, ইমরান ও আবুল খায়ের প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,- সম্মানিত আলেমরাই মজহাব-মিল্লাতের ধারক ও বাহক। আলেমরাই দেশে-দেশে দ্বীন-ধর্ম ও মাজহাবকে প্রচার করে থাকেন। সুতরাং কোন আলেম আক্রান্ত হওয়া মানেই দুনিয়ার সকল আলেম সমাজেরই অপমান। এ কথা অস্বীকার করার উপায় নেই যে, আল্লামা জুবাইর এর উপর দুর্বৃত্তের হামলা সকল আলেম-ওলামা ও পীর মশায়েখদের জন্য এক অশুভ ম্যাসেজ। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!