রাঙ্গামাটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

রাঙ্গামাটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 1রাঙ্গামাটি প্রতিনিধি : বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কর্যালয়ের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
“পরিবার পরিকল্পনা জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন”-এ শ্লোগান নিয়ে মঙ্গলবার (১১জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়ে জেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভায় মিলিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, জেলা পরিবার পরিকল্পনা কর্যালয়ের উপ-পরিচালক বেগম শাহান ওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, এফডব্লিউভিটিআই এর অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান সরদার, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমা’সহ বেসরকারী উন্নয়ন সংস্থা, সামাজিক, রাজনৈতিক নেতবৃন্দ ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনাসভায় বক্তরা বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় পার্বত্য অঞ্চলে বাল্য বিবাহের প্রবনতা বেশী। এর ফলেই অপ্রাপ্ত বয়সের কিশোর-কিশোরীরা অপরিকল্পিতভাবে গর্ভধারন করে। যার ফলে এ অঞ্চলে দিন দিন জনসংখ্যা বৃদ্দি পাচ্ছে। বক্তরা বলেন, বাল্য বিবাহের প্রবণতা থেকে দেশে বৃহত্তর সমাজকে বের করে আনতে হলে দরকার শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। সামাজিক সচেতনতাই পারে বাল্য বিবাহ রোধ করতে। এ অঞ্চলে জনসংখ্যা দূষণরোধে পরিবার পরিকল্পনা গ্রহনের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তারা। পরিবার পরিকল্পনা পদ্ধতি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে মাঠ কর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান বক্তারা ।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা বিভাগে কাজের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!