লোহাগাড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

লোহাগাড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত 1সাত্তার সিকদার, লোহাগাড়া: লোহাগড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে, বিমানে থাকা দুই পাইলট অক্ষত রয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা সোয়া ২টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনা এলাকার (আম্বিয়া বর পাহাড়ে) এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। তবে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।

বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমডি জুনাইদ জানান, ঘটনায় কেউ হতাহত হয়নি । প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পরেই আর একটি বিমান এসে বিধ্বস্ত বিমানের দুই পাইলটকে নিয়ে গেছে ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!