রোহিঙ্গা বোঝাই ১১টি নৌকা ফেরত

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের নাফনদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই ১১টি নৌকা ও ১৯ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

image-9016

বৃহস্পতিবার ভোররাতে উখিয়া ও টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পৃথকভাবে এদের ফেরত পাঠনো হয় বলে জানিয়েছে বিজিবি কর্মকর্তারা।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার ভোররাতে নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ চেষ্টার সময় জলসীমার শূণ্যরেখা থেকে রোহিঙ্গা বোঝাই ১১টি নৌকা ফেরত পাঠানো হয়েছে।

 

 

প্রতিটি নৌকায় ৭-১০ জনের বেশি রোহিঙ্গা ছিল বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ১৯ জনকে শূণ্যরেখা থেকে ফেরত পাঠানো হয়েছে।

 

রিপোর্ট : এস এম আরোজ ফারুক,কক্সবাজার প্রতিনিধি : 

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!