সীতাকুন্ডে ২শ’কেজি জাটকা ইলিশ জব্দ : আটক এক

সীতাকুন্ড প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসদর এলাকা থেকে আনুমানিক ২শ’কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ সহ একটি ফ্রিজ কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

je-pic-1-1

এঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ জসিম নামের এক মাছ ব্যবসায়ীকেও আটক করা হয়।

 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়ার নেতৃতে গাড়িতে তল্লাশী চালিয়ে জাটকা ইলিশসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া জানান,একটি ফ্রিজ কাভার্ডভ্যান চট্টমেট্টো এ-১১-০৫৭৯ গাড়ি করে জাটকা ইলিশ ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সামনে থেকে উক্ত গাড়িতে তল্লাশী চালিয়ে গাড়িসহ ২শ’ কেজি জাটকা ইলিশ জব্দ কর হয়। জব্দকৃত জাটকা ইলিশের আনুমানিক মূল্য হবে প্রায় ৩০হাজার টাকার মত।

 

এঘটনায় জড়িত থাকার অভিযোগে জসিম নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করার পর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে। এসময় উপস্থিত ছিলেন,সীতাকুন্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সীতাকুন্ড মডেল থানার এসআই মোঃ জয়নাল ও অন্যান্য কর্মকর্তরা।

 

রিপোর্ট : শেখ সলাউদ্দীন,সীতাকুন্ড প্রতিনিধি :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!