খোকন-জাকির পরিষদের পরিচিতি সভা

সিএন্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন নির্বাচন

চট্টগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে খোকন জাকির পরিষদ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে নগরীর আগ্রাবাদের একটি কনভেনশন সেন্টারে ‌’বৃহত্তর ঐক্য সমর্থক ফোরাম’ মনোনীত এই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৫ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভায় প্রার্থীরা ছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এতে সভাপতি পদে একেএম এনায়েত উল্লা খোকন (হারিকেন), কার্যকরী সভাপতি পদে নুরুজ্জামান রানা (ক্রেন), সিনিয়র সহ সভাপতি পদে শাহ আলম সাইফুল (টেবিল) সহ সভাপতি -১ পদে বোরহান উদ্দিন বাহাদুর (হাতি), সহ সভাপতি-২ পদে মোহাম্মদ উল্লাহ চৌধুরী বাবুল (মোবাইল ফোন), সহ সভাপতি-৩ পদে হাজী দেওয়ান জয়নুল আবেদীন (মোমবাতি) সাধারণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন (টেলিফোন), যুগ্ম সম্পাদক পদে মো. জাহাঙ্গীর হোসেন (উডোজাহাজ), সিনিয়র সহ সম্পাদক পদে আবুল কাশেম (আনারস), সহ সম্পাদক-১ পদে করিমুল মাওলা আলাউদ্দিন (পানির জাহাজ), সহ সম্পাদক -২ পদে কাজী সফিউল আজম চৌধুরী (জেব্রা), সহ সম্পাদক-৩ পদে খায়রুল আলম দীপু (বাঘ), অর্থ সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম (মাছ), শ্রম ও সদস্য কল্যান সম্পাদক পদে মোঃ ফরহাদ আলী, যুগ্ম শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক পদে রাজীব কুমার দে (কলস), সাংগঠনিক সম্পাদক পদে মো. হা্রুন বাবর ( খেজুর গাছ), যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইলিয়াছ হোসেন (শাপলা ফুল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ছাখায়েত হোসেন (পতাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল জলিল তালুকদার (বৈদ্যুতিক পাখা), দপ্তর সম্পাদক পদে মোঃ ইউনুছ জীবন (বটগাছ), সহ দপ্তর সম্পাদক পদে মোঃ রওশন আলম (তালা), কাস্টম বিষয়ক সম্পাদক পদে মো. কামরুজ্জামান (বালতি), যুগ্ম কাস্টম বিষয়ক সম্পাদক পদে প্রলয় কুমার বড়ুয়া (দোয়েল পাখি), বন্দর বিষয়ক সম্পাদক পদে হোসেন আহমদ মারুফ ইলাহী (বেবী টেক্সি) যুগ্ম বন্দর বিষয়ক সম্পাদক পদে মেঃ জয়নাল আবেদীন মামুন (টর্চ লাইট), অফ ডক বিষয়ক সম্পাদক -১ পদে হাফিজুর রহমান মিন্টু (ক্রিকেট ব্যাট), অফ ডক বিষয়ক সম্পাদক -২ পদে মাছুম বিল্লাহ (টিফিন ক্যারিয়ার), ইপিজেড বিষয়ক সম্পাদক পদে হাছানুজ্জামান হাছান (লিচুগুচ্ছ), কার্যনির্বাহী সদস্য পদে এনামুল হক (পাঁচতারা), মোঃ কামাল হোসেন (ঘুড়ি), পারভেজ চৌধুরী (চাঁদ) ফেরদৌস আলম মাসুম (বক), মোশারফ হোসেন (ডাব), শহীদুল হক সেলিম (পেপে) শাহাদাত হোসেন (সেলাই মেশিন) পরিচয় করিয়ে দেন নির্বাচন পরিচালনা কমিটির সদ্স্যরা।

প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সাধারণ সম্পাদক পদে প্রার্থী জাকির হোসেন বলেন, অতীতের নির্বাচনে বিজয়ী হয়ে সিএন্ডএফ এজেন্টস কর্মচারীদের সকল প্রয়োজনে পাশে ছিলাম। আগামী ৩০ এপ্রিলের নির্বাচনে ৩৫ পদে পূর্ণ প্যানেলকে বিজয়ী করার মাধ্যমে এসোসিয়েশনের সদস্যদের দাবি আদায়ে ভূমিকা রাখার সুযোগ চাই।

আগামী ৩০ এপ্রিল চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের প্রায় ৫ হাজার ৫০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!