নির্দিষ্ট সময়ে আমদানি পণ্য খালাস না নিলে ব্যবস্থা নেবে চট্টগ্রাম কাস্টম হাউজ

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্য ৩০ দিনের মধ্যে খালাস নিতে আমদানিকারক এবং সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টদের তাগাদা দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য খালাস না নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। ইতোমধ্যে এ বিষয়ে একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। সেই সাথে সংশ্লিষ্ট আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদেরও চিঠির মাধ্যমে এ বিষয়ে অবহিত করা হবে।

চট্টগ্রাম কাস্টমস হাউজে ৯ জুন যোগ দেওয়া কমিশনার মো. ফখরুল আলম এই উদ্যোগ নিয়েছেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টম অ্যাক্ট ১৯৬৯-এর সেকশন(৮২)(১ )এর বিধান অনুযায়ী-সমুদ্র বন্দরের মাধ্যমে আমদানিকৃত পণ্য বন্দরে অবতরণের পরবর্তী ৩০ দিনের মধ্যে, বিমান অবতরণের পরবর্তী ২১ দিনের মধ্যে অথবা উভয় ক্ষেত্রে কাস্টম কর্তৃপক্ষের অনুমোদিত অতিরিক্ত সময় সীমার মধ্যে শুল্ক কর পরিশোধ করে খালাস নিতে হবে। অন্যথায় উক্ত পণ্য নিলাম বা আইনানুগ উপায়ে নিষ্পত্তি করা হবে।
ওই গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, উল্লেখিত আইন লঙ্ঘনের অপরাধে জরিমানা ও পোর্ট চার্জ পরিহারের লক্ষ্যে কাস্টম হাউজ চট্টগ্রামের অধিক্ষেত্রের অধীনে চট্টগ্রাম বন্দর, সকল অফডক ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে আমদানিকৃত ও অখালাসকৃত সকল পণ্য চালান উপযুক্ত বিধান মোতাবেক দ্রুত খালাস গ্রহণের জন্য আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের অনুরোধ করা হলো।

চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মো. ফখরুল আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলন, নির্ধারিত সময়ে পণ্য খালাস না নেওয়ার কারণে বন্দরে কন্টেইনার জট তৈরি হচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় অন্য আমদানিকরদেরও সমস্যা হচ্ছে। ফলে সরকার রাজস্ব যথাযথ সময়ে পাচ্ছে না।
তিনি আরো বলেন, নির্ধারিত সময়ে আমদানি পণ্য খালাস না করার কারণে আমদানিকারকদেরও ক্ষতির পরিমাণ বাড়ছে। তাদের নিজেদের প্রয়োজনেই আমদানিকৃত পণ্য যথাসময়ে খালাস নেওয়া উচিত।

কাস্টম কমিশনার বলেন, বছরের পর বছর অখালাসকৃত পণ্যের কন্টেইনারগুলো পোর্ট দখল করে রাখবে, এটা হতে দেওয়া যাবে না। আমরা শীঘ্রই ক্রাশ গ্রোগ্রাম নিব। বিশেষ টিম গঠন করে ইনভেন্ট্রির মাধ্যমে অখালসকৃত পণ্য নিলামে তোলা হবে।

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি একেএম আখতার হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, যথাসময়ে পণ্য খালাস করার বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউজ একটি আদেশ দিয়েছে। তবে এই আদশের কিছু সংশোধনী রয়েছে। সেগুলো পেলে আরো বিস্তারিত জানা যাবে।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!