আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

দীর্ঘদিন ধরে পাম ওয়েল দিয়ে ঘাওয়া ঘি তৈরি করে ‘থ্রি স্টার ঘাওয়া ঘি’ নামে বাজারে বিক্রি করে আসছিলেন ছাবের আহমদ। মঙ্গলবার (১৪ মে) বিকালে ওই অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা ও ঘি তৈরির মালামাল ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী।
অভিযানকালে উপস্থিত ছিলেন ক্যাবের আনোয়ারা শাখার কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলার বটতলী রুস্তমহাটে মূল্যতালিকা টাঙ্গানো হয়েছে কিনা তা মনিটরিং করা হয়।

এ ব্যাপারে সাইদুজ্জামান চৌধুরী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এস.আর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!