৪ ধরনের গাড়ি ছাড়া চট্টগ্রামে ঢোকা মানা অন্য গাড়ি

করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীতে চার ধরনের যানবাহন ছাড়া অন্যান্য যানবাহনের প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (৬ এপ্রিল) রাত ১০টা থেকে এটি কার্যকর হবে।

নগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএমপি’র জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার আবু বক্কর সিদ্দিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জরুরি সেবা, ওষুধ, ভোগ্যপণ্য ও রপ্তানিপণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন ছাড়া সকল ধরনের ব্যক্তি ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্যকোনও ব্যক্তি বা যানবাহন চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা থেকে বের হতে পারবে না। এবং অন্য এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করতে পারবে না। আজ (সোমবার) রাত ১০টা থেকে এই নির্দেশনা কার্যকর হবে।’

তিনি আরও বলেন, ‘এই নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রাম মহানগরীর সকল প্রবেশপথে এবং মহানগরীর অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।’

এফএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!