টিভি সাংবাদিকদের পিপিই দিল এস আলম গ্রুপ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়ালো দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ এস আলম। গণমাধ্যম কর্মীদের জন্য ২০০ পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে এস আলম গ্রুপ।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে নগরীর এসএস খালেদ সড়কের এস আলম টাওয়ারে চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতার হাতে পিপিই হস্তান্তর করেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজ উদ্দিন।

আকিজ উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, করোনাভাইরাস প্রতিরোধ যুদ্ধে সাংবাদকর্মীদের সুরক্ষার জন্য এস আলম গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে চীন থেকে আমদানি করা উন্নতমানের পিপিই দিচ্ছি আমরা। কারণ সাংবাদিকরা ঝুঁকিপূর্ণভাবে পেশাগত দায়িত্ব পালন করছেন। প্রয়োজনে সাংবাদিকদের আমরা আরও পিপিই দেবো।

৩ এপ্রিল সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের হাতে উপজেলা পর্যায়ের চিকিৎসকদের জন্য ২ হাজার পিপিই দিয়েছে এস আলম গ্রুপ। এছাড়াও চিকিৎসকদের সংগঠন বিএমএ নেতৃবৃন্দের হাতে ৫০০ পিপিই দিয়েছে শিল্পপ্রতিষ্ঠানটি।

এফএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!