২৪ ঘন্টায় ১২২৫টি মামলা, ৭৫ টির কাগজ নেই

চট্টগ্রাম মহানগর এলাকায় ২৪ ঘন্টার অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ এনে এক হাজার ২২৫ টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলা হয় ৪৮৬টি।

মামলা

 

এছাড়া শনিবার সকাল থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ট্রাফিক পুলিশের অভিযানে ১৭টি অটোরিক্সাসহ মোট ৭৫টি গাড়ি আটক করা হয়। আটককৃত গাড়িগুলোর একটিতেও গাড়ির কাগজ ছিলনা বলে জানিয়েছেন চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান।

 

তিনি বলেন, শনিবার সকাল থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ট্রাফিক পুলিশের অভিযানে এসব মামলা ও গাড়ি আটক করা হয়। ৪৮৬টি মামলা হয় মিটারে না চলায় এবং আইন অমান্য করায় ৭৩৯টি মামলা করা হয়।

 

মিটারে না চালানো ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে ১৭ টি সিএনজি অটো রিক্সা ও ৫৮টি গাড়ি আটক করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!