১৭ বছরের সাজাপ্রাপ্ত এক বিহারি গ্রেপ্তার ১৭ বছর পর

চট্টগ্রাম নগরীর খুলশীতে ডাকাতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক বিহারি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামির নাম শামীম ওরফে বিহারী শামীম। তিনি খুলশীর ডিজেল কলোনি বালুর মাঠ আজিম সরকারের ছেলে।

বুধবার (৭ জুন) রাত সাড়ে ১১টায় ওয়ার্লেস মোড় হতে শামীমকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০০৬ সালে লালখানবাজার বাঘঘোনা এলাকায় অ্যাডভোকেট সাত্তারের বাসভবনে ৭-৮ জনের একটি ডাকাত দল টাকাসহ মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। এরপর শামীমসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয় থানায়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ওই মামলায় ১৭ বছরের সাজা হয় তার। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

খুলশী থানার উপ-পরিদর্শক খাজা এনাম এলাহী জানান, গত ২৮ ফ্রেব্রুয়ারি ডাকাতি মামলায় শামীমকে ১৭ বছরের সাজা দেন আদালত। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওয়ার্লেস মোড় থেকে গ্রেপ্তার করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!