দানু মিয়ার বলি খেলায় চ্যাম্পিয়ন হোসেন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দানু মিয়ার বলি খেলায় হোসেন বলি চ্যাম্পিয়ন হয়েছেন।। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে হোছনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর ষ্টেশন মাঠে দানু মিয়ার বলি খেলা অনুষ্ঠিত হয় । দুপুর থেকে বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শকের সমাগম হয় মাঠে। বলি খেলায় চ্যাম্পিয়ন হয় উপজেলার পদুয়া ইউনিয়নের মো. হোসেন। রানার্স আপ হয় রাঙ্গামাটি জেলার মো. রুবেল। খেলায় অংশ নেয় ৩০ জন বলি। পরে খেলা শেষে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

দক্ষিণ নিশ্চিন্তাপুর ঐক্য পরিষদের আয়োজনে সাবেক ইউপি চেয়ারম্যান দানু মিয়া সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের প্রধান উপদেষ্ঠা এরশাদ মাহমুদ। উদ্বোধক ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন।

হোছনাবাদ আ.লীগের যুগ্ম সম্পাদক মঈনু উদ্দীন মঈনুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী, উপজেলা আ.লীগ সদস্য ও দক্ষিণ নিশ্চিন্তাপুর ঐক্য পরিষদের প্রধান উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার অলি আহমদ, দক্ষিণ রাজা নগর ইউপি চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার, হোছনাবাদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক অসীম বরণ সুশীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরুল আলম, হোছনাবাদ ইউপি সদস্য আবদুল মান্নান, মো. নাসের, সমীর কান্তি দে,পারভীন আকতার, হোছনাবাদ ইউনিয়ন আ.লীগের সহসভাপতি প্রকৌশলী মো. লোকমান, আ.লীগ নেতা আলমগীর কোম্পানী, হাবিবুর রহমান, পদুয়া ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক বিধু মুৎসুদ্দী, রাঙ্গুনিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি মো. শহীদুল ইসলাম সোহেল, যুবলীগ নেতা আবদুল ছত্তার কোম্পানী, ব্যবসায়ী সাধন দত্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌহিদুল ইসলাম নয়ন, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, রবি সান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!