হালিশহরে বাথরুমে মিলল বিদ্যুৎ শ্রমিকের লাশ

নগরীর হালিশহরের একটি বাসার বাথরুম থেমে এক বিদ্যুৎ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, নিহত ধ্রুব মজুমদার (৪৩) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্ত প্রতিবেদনের আগ পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলছে না পুলিশ এবং ঘটনায় কাউকে আটকের কথাও স্বীকার করছে না তারা।

বুধবার (৮ মে) রাতে হালিশহর থানার রামপুর নয়াবাজার এলাকার জোবাইদা ভিলার পঞ্চম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধ্রুব মজুমদার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাতঘরিয়া এলাকার মিলন মজুমদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে হালিশহরের ওই ভাড়া বাসায় থেকে বৈদ্যুতিক শ্রমিক হিসেবে কাজ করতেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, ‘বুধবার রাতে খবর পেয়ে পুলিশ রামপুর নয়াবাজার এলাকার জোবাইদা ভিলার পঞ্চম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’ এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা তা স্বীকার করছে না পুলিশ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!