হাটহাজারীতে ঝুঁকিপূর্ণ সিএনজি স্টেশন উচ্ছেদ

হাটহাজারীর ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট এলাকা থেকে একটি সিএনজি স্টেশন উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই কাভার্ড ভ্যান ভর্তি ২৮৮টি সিলিন্ডার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যাওয়ায় আটক হয়নি সংশ্লিষ্টরা।

উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছেন বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক মেহেদী ইসলাম খান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী কবির আহমেদ ও হাটহাজারী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক জামরুল ইসলাম।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!