হজ্জ্ব যাত্রীদের জটিলতা নিরসন না হলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে

হজ্জ্ব যাত্রীদের জটিলতা নিরসন না হলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে 1এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট (আটাব)-এর কেন্দ্রীয় সভাপতি জনাব এস. এন মঞ্জুর মোরশেদ মাহবুব বলেছেন, বর্তমান হাব-এর অযোগ্য ও অদূরদর্শী নেতৃত্বের কারণে বিগত দুই বছর যাবৎ হজ¦ নিয়ে যে কেলেংকারীর সৃষ্টি হয়েছে তা এই দেশের ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচনা করেছে। হজ¦যাত্রীদের কৃত্রিম সংকট সৃষ্টি, ভুয়া ডাটা এন্ট্রি, কোটা বাণিজ্য, ট্রলি বাণিজ্য সহ এমন কোন অপকর্ম নাই বর্তমান হাব কমিটি করে নাই। সর্বশেষ ২০১৫ সালে হজ¦ এজেন্সীদের আন্দোলনের মাধ্যমে আদায়কৃত ৫ হাজার কোটা নিয়ে চরম বিশৃংখলা সৃষ্টি করে হজ¦যাত্রীদের সীমাহীন অবর্ণনীয় কষ্ট দেয়া হয় এবং হজ¦ এজেন্সীদের থেকে আদায়কৃত টাকার এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হিসাব প্রদান না করে এজেন্সীদের প্রাপ্য ফিরিয়ে না দিয়ে এই ৫ হাজার হজ¦যাত্রীদের ট্রলিবেগ সহ বিভিন্ন সার্ভিস চার্জ ও মোয়াল্লেম সার্ভিস চার্জ ফেরত না দিয়ে বর্তমান হাব কমিটি জঘন্যতম অপরাধ করেছে। যা কখনো কাম্য ছিল না। তিনি বর্তমানে ২০১৭ সনে হজ¦যাত্রীদের কোটা সংকট নিরসনে খালি সরকারী কোটা বেসরকারী কোটায় ট্রান্সফার করে অনতিবিলম্বে কোটা আদায়ে সৌদি আরবে চিঠি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। তিনি আরো বলেন বিগত বছরে ৩৭ হাজার হজ¦যাত্রী হজে¦ যেতে না পারা সত্ত্বেও কিভাবে ১০৯৭ টি এজেন্সীকে ১৫০ করে কোটা বরাদ্দ দিয়ে নিবন্ধন প্রক্রিয়ায় ঠেলে দেয়া হল তা আমাদের বোধগম্য নয় এবং ১৯,২০ ও ২২ শে ফেব্রুয়ারী ২০১৭ এই ১৫০ কোটা সম্পন্ন করে সমূদয় নিবন্ধন ফি একত্রে জমা করার নির্দেশ প্রদান করে ধর্ম মন্ত্রণালয় হতে প্রজ্ঞাপন জারি করা সত্ত্বেও কিভাবে,কাদের স্বার্থে ২০ শে ফেব্রুয়ারী ২০১৭ ব্যাংক আওয়ারের পরে নতুন করে চিঠি ইস্যু করে সন্ধ্যা ৬ টা থেকে ৬.৩০ টা পর্যন্ত ব্যাংক খোলার নির্দেশ প্রদান করে পরবর্তী ৩০ মিনিট সহ ১ ঘন্টার মধ্যে কিভাবে প্রায় ৩৩ হাজার হজ¦যাত্রীর কোটা নিবন্ধন সম্পন্ন করা হলো তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তিনি সরকারকে দুর্নীতিবাজ বর্তমান এই হাব কমিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তাদেরকে বিচারের আওতায় আনার দাবী জানান এবং ২০১৭ সনে প্রাক্-নিবন্ধিত সকল হজ¦যাত্রীদের হজে¦ প্রেরণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানান। তিনি ১১ এপ্রিল ২০১৭ মঙ্গলবার চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়াম হলে হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সভায় প্রধান বক্তার বক্তব্যে প্যানেল প্রধান আব্দুস ছোবহান ভুঁইয়া হাসান বলেন স্বচ্ছ দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক হাব প্রতিষ্ঠার জন্য হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টকে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করে ২০১৭ সালে প্রাক্-নিবন্ধিত সকল হজ¦যাত্রীদের হজে¦ নিয়ে যেতে হজ¦ এজেন্সীর মালিকদের দুয়ারে এসেছি। আশাকরি আমাদের প্যানেলকে পূর্ণ প্যানেলে জয়যুক্ত করে হাবে সৃষ্ট হজ¦ নিয়ে জটিলতা নিরসন সহ সকল প্রকারের অনিয়ম বন্ধ করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন। আটাব চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আবু জাফর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান, বায়রার কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ আব্দুস ছোবহান ভুঁইয়া হাসান, হাব গনতান্ত্রিক ঐক্য ফ্রন্টের সমন্বয়ক আলহাজ¦ এইচ এম মুজিবুল হক শুক্কুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আটাব কেন্দ্রীয় মহাসচিব আসলাম খান, আটাব কেন্দ্রীয় সহ সভাপতি, চট্টগ্রাম জোনাল চেয়ারম্যান ও হাব গনতান্ত্রিক ঐক্য ফ্রন্টের চট্টগ্রামের প্যানেল প্রধান আলহাজ¦ মোহাম্মদ শাহ আলম, আটাব কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম, আটাবের যুগ্ম সচিব আলহাজ¦ আবদুস সালাম আরিফ, আটাব ও হাবের সাবেক সহ সভাপতি আলহাজ¦ এস এম ইব্রাহীম, আটাব চট্টগ্রাম জোনালের সাবেক চেয়ারম্যানগন যথাক্রমে আলহাজ¦ এমদাদ উল্ল্যাহ, আলহাজ¦ নজরুল ইসলাম, আলহাজ¦ আবু তাহের, হাব চট্টগ্রাম জোনালের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ এস এম মুবিনুল হক, হাব চট্টগ্রাম জোনাল কমিটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান আটাব চট্টগ্রাম জোনের সচিব আলহাজ¦ শরিয়ত উল্ল্যাহ শহিদ, আটাবের সাবেক সচিবগণ যথাক্রমে আলহাজ¦ মোহাম্মদ এনামুল ইসলাম ও আলহাজ¦ মোহাম্মদ নুরুল আমিন, হাবের সাবেক সচিব এম মোরশেদুল আলম, রাজনীতিবিদ শ,ম আবদুস সামাদ, মোহাম্মদ শাহাদাত হোসাইন তসলিম, হাব সমন্বয় পরিষদের আহবায়ক আলহাজ¦ রুহুল আমিন মিন্টু, যুগ্ম আহবায়ক আলহাজ¦ গোলাম মোহাম্মদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দীন, আকবর হোসেন মঞ্জু, মাহমুদুল হক পিয়ারু, আলহাজ¦ আবদুল করিম, আলহাজ¦ মোহাম্মদ আবু তাহের, আলহাজ¦ মোহাম্মদ ইদ্রিস, আলহাজ¦ মোরশেদুল আলম, আলহাজ¦ মাওলানা ইয়াছিন আল মাদানী, আলহাজ¦ মাওলানা শেখ ইউনুচুর রহমান, আলহাজ¦ মোহাম্মদ ইয়াছিন চৌধুরী প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!