স্বাস্থ্য সনদ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা খেল খুলশী মার্ট

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার অভিজাত সুপারশপ খুলশী মার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

খুলশী মার্টের কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, নগরের খুলশী থানাধীন এলাকায় চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় খুলশী মার্টের কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় খুলশী মার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানে সহায়তা করেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!