স্ত্রীর করোনা পজিটিভ, শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন আইনজীবী সহকারী স্বামী

শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী সহকারী মো. ইমরান (৪০)। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টায় ঢাকা রাজারবাগ প্রশান্তি জেনারেল হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

মো. ইমরান চকরিয়া উপজেলার বরইতলির ৭ নম্বর ওয়ার্ডের মৌলভী আবুল কালামের ছেলে।

জানা গেছে, গত ১ জুন করোনা টেস্টের জন্য কক্সবাজার মেডিকেলে স্বামী-স্ত্রী দুইজনের নমুনা দিয়েছিল। এর ১১ দিন পর দুইজনের রিপোর্ট আসে। সেখানে স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসলেও স্বামী ইমরানের রিপোর্ট নেগেটিভ এসেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রীর বড়ভাই মোহাম্মদ রানা। তিনি বলেন, লাঞ্চে পানি জমার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল ইমরানের। প্রথমে কক্সবাজারে চিকিৎসা করা হয় তার। অবস্থার উন্নতি না হওয়ায় ১১ জুন তাকে রাজারবাগ প্রশান্তি জেনারেল হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন। তবুও ইমরানকে বাঁচানো যায় নি। এত চেষ্টা করেও তার অক্সিজেন সেচুরেশন ৬৬ এর উপরে উঠানো যায় নি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!