সিজেকেএস আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উদ্বোধনী খেলায় সিআইইউ ও আইআইইউসি’র জয়লাভ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট নির্ধারিত সময়ের একদিন পর মাঠে গড়ালো। সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল টুর্নামেন্টটি মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর বিকেলে। সে অনুযায়ী ফিকশ্চারও তৈরি এবং সরবরাহ করা হয়েছিল। কিন্তু প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সময় পাওয়া না যাওয়ায় একদিন পিছিয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হলো। পিওরিয়া ফুড প্রোডাক্টস লি. এর পৃষ্ঠপোষকতায় ও মাসিক দখিনার সহযোগিতায় এই টুর্নামেন্ট মাঠে গড়ালো। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান পিওরিয়া ফুড প্রোডাক্টস লি. এর পরিচালক মো. কফিল উদ্দিন ও দখিনার সম্পাদক প্রফেসর সরোয়ার জাহান। ফুটবল কমিটির চেয়ারম্যান ও সিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি মোজাম্মেল হক, সিজেকেএস ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য জহির আহমদ চৌধুরী, এ কে এম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), আ ন ম ওয়াহিদ দুলাল, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, আছলাম মোরশেদ, রেখা আলম চৌধুরী, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ, হাসান মুরাদ বিপ্লব, আকতারুজ্জামান, মোহাম্মদ ইসমাঈল, মো. কামাল উদ্দীন, দিদারুল আলম, এনামুল হক, মো. রাশেদুর রহমান মিলন, রায়হান উদ্দিন রুবেল, আলী ইকরাম রমিসহ অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রামের ৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের টুর্নামেন্ট। দলগুলো হল: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাদার্ন বিশ্ববিদ্যালয়, চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, পোর্ট সিটি ইউনিভার্সিটি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগং।

উদ্বোধনী দিন দুইটি খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় প্রথম খেলায় চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ১-০ গোলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে এবং বিকাল ৪ টায় দ্বিতীয় খেলায় গতবারের চ্যাম্পিয়ন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ৬-০ গোলের বড় ব্যবধানে হারায় নবাগত ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংকে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!