সাম্প্রদায়িক সম্প্রীতিকে অন্যদৃষ্টিতে দেখে কুচক্রি মহল : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেছেন- সাম্প্রদায়িক সম্প্রীতিকে এখনও অন্যদৃষ্টিতে দেখে কুচক্রি মহল। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ১৯৭১ সালে এই দেশ স্বাধীন হয়েছে। কয়েক বছর আগেও এখানে কিছু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। এ নিয়ে আমার নেতিবাচক দৃষ্টি ছিল, কিন্তু আজকে উপস্থিত হয়ে সেই ধারণা পাল্টে গেল। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টায় চট্টগ্রামেরর বাঁশখালী উপজেলার ৫নং ইউনিয়নের কালীপুর নিমকালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহতী ধর্মসম্মেলন ও ষোড়শপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেন- শেখ হাসিনার কারনেই আজ বাংলাদেশে পরিবর্তন দেখা যাচ্ছে। অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক প্রয়োজন। মুসলিম ধর্মের মানুষ সরকারি খরচে হজে যাওয়ার সুযোগ পান। একইভাবে সনাতন ধর্মের মানুষও সরকারি খরচে ভারতে তীর্থ ভ্রমণের সুযোগ পাচ্ছেন। গত বছর থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। এবছর যাতে বেশি সংখ্যক মানুষ তীর্থে যেতে পারে সেই ব্যবস্থা করছে বর্তমান সরকার। এই মন্দিরের জন্য আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন তিনি।

এতে সভাপতিত্ব করেন নিমকালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিন সংযুক্ত সম্পাদক মুক্তিযোদ্ধা অসিত সেন।

সাম্প্রদায়িক সম্প্রীতিকে অন্যদৃষ্টিতে দেখে কুচক্রি মহল : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য 1

মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার নন্দীর সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের উপ মহাপরিচালক অনুপ খাস্তগীর, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আনোয়ারা-বাঁশখালী মফিজ উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের পরিচালক ও শ্রী নিকেতনের ব্যবস্থাপনা পরিচালক সুমন দে, বিএসপি ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজিত কুমার দাশ, থানার ওসি রেজাউল করিম মজুমদার, হিরন্বয় ধর, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলম, বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, ধর্মীয় আলোচক সুদর্শন চক্রবর্তী প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য অনুষ্ঠানে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের পরিচালক সুমন কুমার দে, বিএসপি ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজিত কুমার দাশের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!