সাতকানিয়ায় নৌকার প্রার্থীর গণসংযোগে হামলায় আহত ৬, বাড়ি-দোকান লুট (ভিডিওসহ)

চট্টগ্রামের সাতকানিয়ায় চরতী ইউনিয়নে নৌকার প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর পক্ষে গণসংযোগ চলাকালে তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অন্তত ৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছেন। ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. সাইফুলের নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে। সাইফুল স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের অনুসারী বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে চরতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী বলেন, ‘জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মঙ্গলবার চরতী ইউনিয়নের প্রায় সবক’টি ওয়ার্ডে স্থানীয় লোকজনের সঙ্গে নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন। ৮ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাওলানা ইলিয়াস শাহীনের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বৈঠক করেন। তারা ফিরে যাওয়ার পর পর স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. সাইফুল সশস্ত্র অবস্থায় কয়েকজন লোক নিয়ে এসে ইলিয়াস শাহীনের ওপর প্রথমে হামলা চালায়। এ সময় তাদের বাধা দিতে এগিয়ে আসলে স্থানীয় ৫-৬ জন লোক আহত হয়। হামলাকারীরা ইলিয়াস শাহীনের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দেয়। আসবাবপত্র ভেঙে বাইরে ছুঁড়ে ফেলে।’

আহত আওয়ামী লীগ নেতা ইলিয়াস শাহীন বলেন, ‘নৌকা প্রার্থীর পক্ষে গণসংযোগ করতে আসা আওয়ামী লীগের সিনিয়র নেতারা আমার প্রতিষ্ঠানে বৈঠক করেন। তারা যাওয়ার পরপরই মেম্বার সাইফুল অস্ত্র হাতে আমার ওপর হামলে পড়ে। তার লোকজন আমার প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। সাইফুল স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের নির্দেশে এ ঘটনা ঘটিয়েছে। কারণ আমি নৌকার প্রার্থীর পক্ষে এলাকায় ভোট চেয়েছি। আগে থেকে তারা আমাকে হুমকি দিয়ে আসছিল। আমি এ ঘটনায় থানায় মামলা দায়ের করবো।’

এ বিষয়ে জানতে ইউনিয়ন পরিষদ সদস্য মো. সাইফুলকে ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!