সাড়ে ৩ ঘন্টায় চট্টগ্রাম থেকে কক্সবাজার গেল প্রথম যাত্রীবাহী ট্রেন

১৩ বগির বিশেষ ট্রেনে যাত্রী ছিল ৭১৫

চট্টগ্রাম-কক্সবাজার রুটে এই প্রথম সরাসরি যাত্রীবাহী কোনো ট্রেনের যাত্রা শুরু হল। শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের সূচনালগ্নে সকাল সাড়ে ৮টায় ট্রেনটি ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যায় পর্যটননগরী কক্সবাজারের উদ্দেশ্যে।
সাড়ে ৩ ঘন্টায় চট্টগ্রাম থেকে কক্সবাজার গেল প্রথম যাত্রীবাহী ট্রেন 1
বাংলাদেশের ৫৩তম বিজয় দিবসের এই দিনে ‘চট্টগ্রাম প্রেস ক্লাব এক্সপ্রেস’ নামে এই বিশেষ ট্রেনটির সব যাত্রীই ছিলেন প্রেস ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। কক্সবাজারে বার্ষিক আনন্দ সম্মিলন উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের অনুরোধে ১৩ বগির যাত্রীবাহী ট্রেনটি নির্ধারিত ভাড়া পরিশোধসাপেক্ষে বরাদ্দ করে রেলওয়ে কর্তৃপক্ষ।

মাত্র সাড়ে তিন ঘন্টা পর শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের ৭১৫ জন সদস্যকে নিয়ে ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলস্টেশনে গিয়ে পৌঁছায়।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যরা কক্সবাজার আইকনিক রেলস্টেশনে বিজয় দিবস উপলক্ষে বিজয়ের পতাকা উড়ান।

কক্সবাজারে শনিবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ সম্মিলনী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১টায় একই যাত্রীদের নিয়ে কক্সবাজারের আইকনিক স্টেশন থেকে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ট্রেনটি। ওইদিন বিকেল সোয়া ৫টায় ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

পর্যটন নগরীর সঙ্গে ভবিষ্যতে নিয়মিত ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!