চট্টগ্রামে জেলা সম্মেলন উপলক্ষে নির্মূল কমিটির সংবাদ সম্মেলন

শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারী চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর মেট্রোপোল কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির দীর্ঘ ৩১ বছরের সংগ্রাম মুখর সময়ে জাতির বিবেক সাংবাদিকদের সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দীর্ঘ ধারাবাহিক কর্মযজ্ঞের সংগঠন এটি ছাড়া আর দ্বিতীয়টি নেই। নানা ঘাত-প্রতিঘাত এবং অকথ্য নির্যাতনের স্বীকার নির্মূল কমিটিই একমাত্র সংগঠন যারা কোথাও কখনো বিক্রি হয়নি এবং ইতিহাস বিকৃতির প্রতিবাদে সবসময় সোচ্চার থেকেছে।

১৭ ডিসেম্বর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তুতি কমিটির সদস্য সচিব শওকত বাঙালি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রায় মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে সব মান অভিমান ভুলে গিয়ে তৃণমূলে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসতে হবে।

এসময় মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিক দীপংকর চৌধুরী কাজল, সংগঠনের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ড. মো. আলা উদ্দিন, হেলাল উদ্দিন, সদস্য সচিব অলিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মঈনুদ্দিন, রুকসানা পারভীন রুবা, সুমন চৌধুরী, অ্যাডভোকেট কামাল উদ্দিন, আবু সাদাত মো. সায়েম, একেএম জাবেদুল আলম সুমন, সুমন চৌধুরী, মো. ইব্রাহিম, অ্যাডভোকেট মোহাম্মদ সাহাব উদ্দিন, ইঞ্জিনিয়ার শুভ্র দেব কর, রাজীব চৌধুরী রাজু, সুচিত্রা গুহ টুম্পা, মুক্তা হাওলাদার, আকবরশাহ্ থানা শাখার আহ্বায়ক সাহাব উদ্দিন আঙ্গুর, মো. জামশেদুল ইসলাম চৌধুরী, কাজী মোঃ সরোয়ারে আলম প্রমুখ।

আগামী ১৭ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বিকেল ৩ টায় সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এতে প্রধান অতিথি থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি লেখক-সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবির।

এতে বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, জননেতা মফিজুর রহমান, জাগরণ সাংস্কৃতিক স্কোয়াড-এর নির্বাহী সভাপতি আবৃত্তিশিল্পী শওকত আলী।

এতে প্রধান বক্তা থাকবেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও চিকিৎসা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মামুন আল মাহাতাব স্বপ্নীল।

অনুষ্ঠানে একক আবৃত্তি, দলীয় সংগীত ও নৃত্যে অংশ নেবেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, উর্মে সিং মারমা, সৃজামি ও মাধুরী নৃত্য একাডমির শিল্পীবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!