সাজা এড়াতে এনআইডি পরিবর্তন, তবু শেষ রক্ষা হল না গোপালের

মাদক মামলার সাজা এড়াতে কাঞ্চন দাশ গোপাল নাম ঠিকানা পরিবর্তন করে হয়ে গেলেন প্রদীপ দাশ। চট্টগ্রামের টেরিবাজার আফিমগলির স্থায়ী ঠিকানাও পরিবর্তন হয়ে চকবাজার হয়ে গেল। ২০০৮ সালে জাতীয় পরিচয়পত্র তৈরির সময় তিনি এই পরিবর্তন আনেন। তবে এত কিছুর পরও প্রায় দুই যুগ পর আটক তাকে হতেই হলো পুলিশের হাতে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, শুক্রবার রাতে (১৪ জুন) নগরীর চকবাজার এলাকার একটি গ্যারেজ থেকে কাঞ্চন দাশ গোপালকে গ্রেপ্তার করা হয়েছে। গোপাল কোতোয়ালী থানার টেরিবাজার আফিমের গলি এলাকার ভানু কুমার দাশের ছেলে। ১৯৯৬ সালে গোপাল কোতোয়ালী থানা পুলিশের হাতে মাদকসহ গ্রেপ্তার হন। ওই ঘটনায় তিনি পাঁচ মাস কারাভোগ করে জামিনে বের হওয়ার পর নিরুদ্দেশ হয়ে যান। ১৯৯৬ সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ওসি মহসীন আরো জানান, ওই মামলার রায় ঘোষণা হয় ২০১৫ সালে। রায়ে গোপাল দুই বছর কারাদণ্ডপ্রাপ্ত হন। পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করেন। সেই সাজা পরোয়ানামূলে গোপালকে শনিবার (১৫ জুন) আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এফএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!