সাকিবকে টপকে দ্বিতীয় সেরা টেস্ট অলরাউন্ডার স্টোকস

টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিং

১৩৫ রানের হার না মানা অবিশ্বাস্য এক ইনিংস খেলে দলকে জয় এনে দেয়া বেন স্টোক সাকিবকে টপকে আইসিসি টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। হেডেংলি টেস্টে ব্যাট হাতে সফলতার পাশাপাশি নিয়েছিলেন চার উইকেটও। ব্যাট-বলের এ পারফরম্যান্সে প্রিয় দল ইংল্যান্ডকে এনে দিয়েছেন রূপকথার রোমাঞ্চকর জয়। সঙ্গে তারকা এ ইংলিশ অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও এগিয়ে নিয়েছেন নিজেকে।

৪১২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছেন স্টোকস। বাংলাদেশ অধিনায়কের চেয়ে মাত্র ১২ রেটিং পয়েন্টে এগিয়ে ইংল্যান্ডের এ তারকা। তবে তালিকার সবার ওপরে এখনো আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। ক্যারিবীয় অধিনায়কের রেটিং পয়েন্ট ৪৩৪।

টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন স্টোকস। উঠে এসেছেন ১৩তম স্থানে। শীর্ষে আছেন বিরাট কোহলিই। ভারতীয় অধিনায়কের রেটিং পয়েন্ট ৯১০। দ্বিতীয় অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথের সংগ্রহ ৯০৪ রেটিং পয়েন্ট। তৃতীয় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (৮৭৮ রেটিং পয়েন্ট)।

আর নর্থ সাউন্ডে ৭ রানে ৫ উইকেট নিয়ে জাসপ্রিত বুমরাহ বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। ৭৭৪ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে এখন তিনি। শীর্ষ তিনে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (৯০৮ রেটিং পয়েন্ট), দক্ষিণ আফ্রিকার ক্যাগিসো রাবাদা (৮৫১ রেটিং পয়েন্ট) ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৮১৪ রেটিং পয়েন্ট)।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!