সরকারি জায়গায় মাটি কাটার দায়ে স্কেভেটর জব্দ আনোয়ারায়

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি জায়গা থেকে মাটি কাটার দায়ে একটি স্কেভেটর জব্দ করেছে প্রশাসন। বুধবার (৩ জুলাই) বিকেলে উপজেলার পারকি সৈকত এলাকায় অভিযান চালিয়ে স্কেভেটরটি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আনোয়ারার বিভিন্নস্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে আসছিলো একটি চক্র। অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে পারকি সৈকত এলাকায় অভিযান চালান আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী। তিনি খাস খতিয়ানভুক্ত জমি থেকে মাটি কাটার সময় একটি স্কেভেটর (মাটি কাটার যন্ত্র) জব্দ করেন।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘আনোয়ারায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে সব রকমের ব্যবস্থা নেওয়া।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!