ষোলশহর পুলিশ বক্সে বিকট শব্দে বিস্ফোরণ

চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় সিএমপির ট্রাফিক বিভাগের পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ এ বিস্ফোরণের ঘটনায় নগরীর ব্যস্ততম মোড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণের ঘটনায় পুলিশ বক্সের ভেতরের অংশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী অহিদ বিন ইউনুছ নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পুলিশ বক্সের ভেতর আগুনও দেখা যায়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলতে পারছিনা। বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সেখান থেকে সাধারণ জনগণকে সরিয়ে দিয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে সিএমপির উপ কমিশনার (উত্তর) বিজয় বসাকের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

পাচঁলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

এআরটি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!