শ্বাসকষ্টে মৃত্যু সিডিএ কর্মকর্তার, অপেক্ষা করোনা রিপোর্টের

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৫৭ বছর বয়সী এক নগর পরিকল্পণাবিদের মৃত্যু হয়েছে। তার নাম সারোয়ার উদ্দিন আহমদ। তিনি নগরীর মেহেদীবাগ এলাকায় থাকতেন। মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

বুধবার (৩ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট নিয়ে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হন সারোয়ার উদ্দিন। তবে শ্বাসকষ্ট বেশি হওয়ায় সেখান থেকে তাকে জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল মোস্তফা বলেন, মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে সিডিএ’র ওই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। বুধবার বিকেলে সেখানে তার মৃত্যু হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!