শীতে কাঁপছে খাগড়াছড়ি, নিউমোনিয়ায় ১২ দিনে ৬ শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে। এতে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। জানুয়ারি মাসের প্রথম ১২ দিনে খাগড়াছড়িতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রাজেন্দ্র ত্রিপুরা। তিনি বলেন, ‘তীব্র শীতের কারণে উপজেলা পর্যায়ে নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে অনেকে প্রাথমিকভাবে চিকিৎসা না নেওয়ায় জটিলতা বাড়ছে। গত কয়েকদিনে খাগড়াছড়ি সদর হাসপাতালে রোগীর চাপ বেশি। এদের মধ্যে বেশির ভাগই নিউমোনিয়ায় আক্রান্ত।’

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা বলেন, ‘খাগড়াছড়িতে চলতি শীত মৌসুমে ১২০০ রোগী নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। চলতি মাসের ১২ জানুয়ারি পর্যন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬ শিশু।’

জানা গেছে, নিউমোনিয়া নিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে আসা বেশিরভাগ শিশুর বয়স ৬ থেকে ১৮ মাস। অনেকেই সিভিয়ার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছে। আক্রান্তদের জীবন নিয়ে শঙ্কা রয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!