৯২ পুলিশ সদস্যকে সিএমপির পুরস্কার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে ৯২জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সিএমপি। এছাড়াও এ সময় জাতীয় পুলিশ সপ্তাহ ২০২০ অনুষ্ঠানে পদকপ্রাপ্ত সিএমপির কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে ২০১৯ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ২০১৯ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৯২জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফকে নগদ টাকা ও সম্মাননা দেওয়া হয়।

এ সময় নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে জানিয়ে এজন্য সিএমপির সদস্যদের ধন্যবাদ জানান সিএমপি কমিশনার। এই প্রক্রিয়া অব্যাহত রাখতে সকল থানা ও ডিবি পুলিশকে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। সভায় সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, এস এম মোস্তাক আহমেদ খান, শ্যামল কুমার নাথসহ সিএমপির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআরটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!