শিয়া এজেন্টদের তৎপরতা বন্ধে ওলামা-মাশায়েখদের এগিয়ে আসার আহবান

শিয়া এজেন্টদের তৎপরতা বন্ধে ওলামা-মাশায়েখদের এগিয়ে আসার আহবান 1আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটির সদস্য সচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, ইরান দূতাবাসের পৃষ্টপোষকতায় হঠাৎ করে সুন্নি লেবেলে শিয়াদের তৎপরতা শুরু হয়েছে। এই তৎপরতা চলতে থাকলে শীঘ্রই দেশে শিয়া-সুন্নি সংঘাত প্রকাশ্য রূপ নেবে, যা মূলত সামলানো দায় হয়ে যাবে। এরা কোটি কোটি টাকা খরচ করছে এবং অতিথি, শ্রোতাদের নির্বিশেষে সবার হাতে অগ্রীম টাকা তুলে দিয়ে মাহফিল করছে। এরা কোরান, বোখারি-মুসলিম, মাযহাব, সাহাবী (রা)’দের বিরুদ্ধে কথা বলে বড় ধরনের ফাসাদের উসকানি দিচ্ছে, যা আশংকাজনক। এদের ব্যাপারে সুন্নি আলেমরা একজোট হয়ে কাজ করতে হবে এবং সরলপ্রান সুন্নি ও সুফিবাদী জনতাকে সতর্ক করতে হবে।

চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্ শরিফে অনুষ্ঠিত সংগঠনের “সুন্নি লেবেলে শিয়া তৎপরতা ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত মত প্রকাশ করেন। সংগঠনের আহ্বায়ক আল্লামা আবুল হাসান ওমাইর রজভী‘র সভাপতিত্বে এবং সদস্য সচিব আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন আহলে সুন্নাত ইমাম সংস্থার সভাপতি আলহাজ্ব আল্লামা নূর মোহাম্মদ আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন আল্লামা আবুল কালাম বয়ানী, আল্লামা হাফেজ ওসমান গনী, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, এইচ এম মঞ্জুরুল আনোয়ার, মাওলানা মুজাম্মেল আলকাদেরী। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়্যদ আবু নওশাদ নঈমী, মাওলানা সোহাইল উদ্দীন আনসারী, মাওলানা আবুল কাসেম তাহেরী, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা ইমরান হাসান কাদেরী প্রমূখ৷ প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!