শিশু ও ২ ডাক্তারসহ চট্টগ্রামে এবার করোনা পজিটিভ ৩১, পটিয়ার এক পরিবারেই ৯ জন

৮ মাস বয়সী এক শিশু ও দুই চিকিৎসকসহ চট্টগ্রামে করোনাভাইরাসের প্রধান পরীক্ষাগারে এবার মিলেছে ৩৯ জন করোনা পজিটিভ। এর মধ্যে শুধু মহানগরেই আছেন ১৭ জন। চট্টগ্রামের দুই উপজেলায় রয়েছেন ১৪ জন। নোয়াখালী ও ফেনীর বাসিন্দা অপর ৮ জনের শরীরে করোনাভাইরাস মিলেছে।

সোমবার (১১ মে) ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) করোনার ২৩৪টি নমুনা পরীক্ষায় মোট ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

গত ২৪ ঘন্টায় পটিয়ার কামালবাজারে এক পরিবারেই মিলেছে ৯ জন করোনা পজিটিভ। এর মধ্যে রয়েছে ৮ মাস বয়সী এক শিশু ও ১১ বছরের এক কিশোরী। এছাড়া রয়েছেন ওই পরিবারের আরও তিন মহিলা— যাদের বয়স ২২, ৪২ ও ৬২ বছর। ১৮, ২৪ ও ৩৬ বছর বয়সী তিন পুরুষ সদস্যের শরীরেও মিলেছে করোনার জীবাণু। ওই পরিবারের আরও এক করোনা রোগীর বয়স জানা যায়নি।

পটিয়ায় এছাড়া করোনা আঘাত হেনেছে পটিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডের ৪৫ বছর বয়সী এক পুরুষ ও ১ নং ওয়ার্ডের কাগজীপাড়ার ৪৮ বছর বয়সী এক মহিলার শরীরে।

চট্টগ্রাম নগরীতে এবার আরও বিস্তৃত এলাকায় ছড়িয়েছে করোনাভাইরাসের জীবাণু। মহানগরেই অন্তত ১৫টি এলাকায় ১৭ জন করোনা পজিটিভ পাওয়া গেল বিআইটিআইডি ল্যাবের পরীক্ষায়। এর মধ্যে পাঁচলাইশ ও আগ্রাবাদের দুজন মহিলা চিকিৎসকের মধ্যে করোনভাইরাস শনাক্ত হয়েছে। এ দুজন যথাক্রমে ২৯ ও ৩২ বছর বয়সী। নগরে গত ২৪ ঘন্টায় আরও চার মহিলা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। এদের একজন আগ্রাবাদ ছোটপুলের ১২ বছর বয়সী এক কিশোরী, নয়াবাজার মৌসুমী আবাসিক এলাকার ৩৫ বয়সী এক মহিলা, পশ্চিম নাসিরাবাদের ৩০ বছর বয়সী মহিলা ও আকবরশাহ এলাকার ৩০ বছর বয়সী এক মহিলা।

চট্টগ্রাম মহানগরে এছাড়া করোনাভাইরাস শনাক্ত হল দক্ষিণ কাট্টলী উত্তর গ্রিন ভিউ আবাসিক এলাকার ৪৬ বছর বয়সী এক পুরুষ, সিডিএ আবাসিক কর্নেল হাটের ২৮ বছর বয়সী এক পুরুষ, পাহাড়তলী নোয়াপাড়া রোডের ২৮ বছর বয়সী এক পুরুষ, পাহাড়তলী বাচা মিয়া রোডের ৪৩ বছর বয়সী এক পুরুষ, লালখান বাজার পশ্চিম বাঘঘোনার৭০ বছর বয়সী এক পুরুষ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন ৬০ বছর বয়সী এক পুরুষ, নন্দনকাননের ৩০ বছর বয়সী এক পুরুষ এবং আগ্রাবাদের ৪২ বয়সী এক পুরুষের শরীরে।

দামপাড়া পুলিশ লাইনের ৪০ বছর বয়সী এক পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ বছর বয়সী এক মহিলার শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে তিনি ওই হাসপাতালের কর্মী, নাকি চিকিৎসাধীন রোগী সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া চকবাজারের ৬৫ বছর বয়সী এক ব্যক্তি করোনা পজিটিভ হলেও রিপোর্ট আসার আগেই তিনি মারা গেছেন।

নগরীর বাইরে সাতকানিয়া উপজেলায় মোট তিনজন রোগী মিলেছে ২৪ ঘন্টায়। এদের একজন ৩০ বছর বয়সী মহিলা। অন্য দুজন ২৩ ও ২৫ বছর বয়সী পুরুষ।

অন্যদিকে বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষায় ফেনীর ছাগলনাইয়া এবং নোয়াখালী সদর, বেগমগঞ্জ দুর্গাপুর ও হাজীপুর, চাটখিল ও সোনাইমুড়িতে ৮ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!