শিমুল হত্যার বিচার দাবিতে সীতাকুণ্ডে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ডের কার চালক মো. নুরুল গনি শিমুলের হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সীতাকুণ্ড মাইক্রো-কার চালক সমবায় সমিতি।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১২ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সীতাকুণ্ড মাইক্রো-কার চালক সমিতির সাধারণ সম্পাদক মো. আজাদ বলেন,

গত ১২ এপ্রিল নুরুল গনি শিমুল ছিনতাইকারিদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন। সে আমিরাবাদ এলাকার বাসিন্দা মো. আবুল কালাম ও ছেনোয়ারা বেগমের একমাত্র ছেলে। পরিবারের একমাত্র উপার্যনকারিও ছিলেন তিনি। শিমুলকে হারিয়ে তার মা ও বাবা পাগল প্রায়। তাই তাদের আত্মার শান্তি দিতে শিমুল হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের মা ছেনোয়ারা বেগম, পিতা আবুল কালাম, বোন রাজিয়া সুলতানা, সংগঠনের সভাপতি সোহরাব উদ্দিন বাবলু ও অর্থ সম্পাদক মো. আলাউদ্দীন ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!