শিক্ষার্থীদের সততা, দক্ষতা ও পরিশ্রম প্রিয় হতে হবে : ক্যশৈহ্লা

শিক্ষার্থীদের সততা, দক্ষতা ও পরিশ্রম প্রিয় হতে হবে : ক্যশৈহ্লা 1বান্দরবান প্রতিনিধি : বান্দরবান কালাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে । শুক্রবার (২৪ ফেব্রুয়ারী ) সকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আজকের শিক্ষার্থীদের সততা, দক্ষতা ও পরিশ্রম প্রিয় হতে হবে। দেশ ও জাতির জন্য খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তিনি সকল শিক্ষার্থীদেরকে সবার আগে জ্ঞানার্জনকে গুরুত্ব দেওয়ার আহবান জানান।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদস্য ফিলিস ত্রিপুরা, সদর উপজেলা নিবাহী কর্মকর্তা সুজন চৌধুরী, পৌর কাউন্সিলর অজিত দাশসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয় ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!