লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

লামা (বান্দরবান) প্রতিনিধি :

লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদের ঢেউটিন, নগদ টাকা, চাল ও শীতবস্ত্র বিতরণ করেছে।

unnamed

গত ২ ডিসেম্বর শুক্রবার উপজেলার লুলাইন মৌজায় একটি মুরুংপাড়ায় অগ্নিকান্ডে ৪টি বসত ঘর ও নিত্য প্রয়োজনীয় মালামালসহ পুড়ে যায়।

 

আজ রবিবার ক্ষতিগ্রস্থ ওই চার পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে লামা উপজেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষে ত্রাণ সহায়তা দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ১ বান্ডিল ঢেউ টিন, নগদ তিন হাজার টাকা, বিশ কেজি করে চাল ও চারটি করে কম্বল।

 

উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু ও জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল ক্ষতিগ্রস্থ পরিবার প্রধানদের হাতে এসব জরুরী সহায়তা তুলে দেয়।

এসময় লামা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাস ও মুক্তিযোদ্ধা সন্তান মো: আব্বাস উদ্দিন সেলিম উপস্থিত ছিলেন।

 

রিপোর্ট : রফিক সরকার, লামা (বান্দরবান) প্রতিনিধি :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!