ভারত-বাংলাদেশ বন্ধু প্রতিম দেশ-চসিক মেয়র

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, ভারত-বাংলাদেশ বন্ধু প্রতিম দেশ। এই দুই দেশের সাধারণ জনগন নিজ নিজ ধর্মচর্চা ও জীবন চর্চায় অসাম্প্রদায়িক ও ধর্মপ্রিয়।

untitled-1

নগরীর নীলগিরি তীর্থ দর্শন কমিটির নব গঠিত কমিটির নেতৃবৃন্দ স্টেডিয়ামস্থ সিজেকেএস কার্যালয়ে মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে মেয়র এসব কথা বলেন।

 

সৌজন্য সাক্ষাতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সাধক, মহাপুরুষ ও আউলিয়ার পীঠস্থান ভারতের মঠ, মন্দির, মাজার দর্শন করার মধ্য দিয়ে উভয় দেশের জনগনের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ ধরনের মহতী কাজ অব্যাহত রাখার আহবান জানান।

 

 
সৌজন্য সাক্ষাতে নীলগিরি দর্শন কমিটির সভাপতি এস কে পাল, সহ সভাপতি আশুতোষ মহাজন, চিত্তরঞ্জন সরকার, দেবী চৌধুরী, সদস্য সচিব অধ্যাপক মানধীর দাশ, যুগ্ম সদস্য সচিব নিরুপম পাল, অর্থ সম্পাদক বলরাম দাশ, সাংগঠনিক সম্পাদক ডা. সুবল আচার্য্য, সলিল চৌধুরী, ডা. অমল নাথ ও রনি ধর উপস্থিত ছিলেন।

 

রিপোর্ট : রাজীব প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!