লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনে আরোহণকারী কোনো শিক্ষার্থীর ক্ষয়ক্ষতি হয়নি। তবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে। বুধবার (৮ মে) দুপুর দুইটায় ফরেস্ট এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়। বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত ট্রেনটিকে চলাচল উপযোগী করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

cu-shuttle-train

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ (সিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে শাটল ট্রেনের কয়েকটি বগি লাইন থেকে পড়ে যায়। এরপর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।ইতোমধ্যে বগিগুলোকে লাইনে তোলা হয়েছে। পুরোপুরি সচল হতে রাত হয়ে যাবে।

বিকাল সাড়ে পাঁচটার দিকে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লাইন পুরোপুরি সচল হতে আরো সময় লাগবে। রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ উদ্ধার কাজে সহযোগিতা করছে।

এসসি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!