লবণ সংকট গুজবে কান না দেওয়ার আহ্বান মেয়রের

দেশে লবণ সংকট নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

সিটি মেয়র বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানো কাজে লিপ্ত। এ ধরনের গুজব সরকারের ভাবমূর্তি বিনষ্ট, পরিস্থিতি অস্থিতিশীল করা ও জনগণকে জিম্মি করার অপকৌশল। প্রকৃতপক্ষে দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে। ডিসেম্বর মাসে লবণ উৎপাদিত হয়ে বাজারে আসবে নতুন লবণ, যা বর্তমান মজুদের সঙ্গে যোগ হবে। ফলে দেশে লবণের কোনো সংকট নেই, সংকটের কোনো সম্ভাবনাও নেই। লবণ কিংবা অন্য বিষয়ে কোনো মহল বা ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ-প্রশাসনের প্রতি আহবান জানান আ জ ম নাছির উদ্দিন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!