র‍্যাবের জালে ২৯ হাজার ইয়াবা নিয়ে জব্দ দুই কারবারি

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার ইয়াবা উদ্ধারসহ ২ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটক মাদক কারবারি হলো, কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব মরিচ্যা পালং ইউনিয়নের মীর আহম্মদের ছেলে সৈয়দ নূর (২৮) ও আবদুল মালেকের ছেলে ইমরান সাদেক (২৫)।

মঙ্গলবার (২৬ মে) এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

র‍্যাব সূত্র জানায়, কতিপয় মাদক ব্যবসায়ীরা ট্রাক যোগে বিপুল পরিমান ইয়াবা পাচারের উদ্দেশ্য কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে এমন খবর পেয়ে অভিযানে নামে র‍্যাব। নগরীর কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা এলাকার কর্ণফুলী ওয়াই জংশন হোটেলর সামনে অভিযান চালিয়ে একটি ট্রাক (ঢাকামেট্রো-ট-১১-৫৩৩৬) সহ দুই ইয়াবা কারবারিকে আটক করা হয়।

এসময় ট্রাকের চালকের সিটের নিচে কৌশলে লুকানো অবস্থায় ২৯ হাজার ৫০০ ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার অনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। আটক আসামিদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!