ইউনিক আইডি ও অনলাইন জন্মনিবন্ধন সনদ সংগ্রহ কার্যক্রম স্থগিত

শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও অভিভাবকদের ভোগান্তির কথা বিবেচনা করে শিক্ষার্থীদের ইউনিক আইডির তথ্যছক পূরণ ও অনলাইন জন্মনিবন্ধন সনদ সংগ্রহ কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২৬ মে) এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (আইইআইএমএস) প্রকল্প পরিচালক প্রফেসর মো. শামসুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করা হয়।

এদিন দুপুরে দেশের সকল জেলা শিক্ষা অফিসার ও আঞ্চলিক পরিচালকদের সাথে এক জুম মিটিং শেষে এই সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে এই আদেশে।

ইউনিক আইডি হচ্ছে এমন একটি আইডি যার ফলে শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্রের মত একটি নিজস্ব আইডি নম্বর থাকবে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই আইডির আওতায় আনার জন্য কাজ শুরু করেছিল সরকার।

ইউনিক আইডি করার তথ্যছক পূরণ ও সেজন্য অনলাইন জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে গিয়ে গত বেশ কিছুদিন ধরে নানামুখী ভোগান্তি ও হয়রানি শিকার হন অভিভাবকরা।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!