রাউজানে ‘শত পরিবারে লক্ষ টাকায় ঈদের হাসি’ উপহার

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের উদ্যোগ

দ্রব্যমূল্যের বাজারে সামান্য টাকা রোজগারে যখন গলদঘর্ম অবস্থা, এমন দুঃসময়ে হঠাৎ পাওয়া ১ হাজার টাকার কড়কড়ে নোট পেয়ে কৃতজ্ঞতায় যেন নুয়ে পড়লো গ্রামের সহজ সরল মানুষগুলো।

রাউজানে ‘শত পরিবারে লক্ষ টাকায় ঈদের হাসি’ উপহার 1

চট্টগ্রামের রাউজানে ‘ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক গণপাঠাগার মিলনায়তনে’ রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর উদ্যোগে ‘শত পরিবারে লক্ষ টাকায় ঈদের হাসি’ উপহার আয়োজনকে এভাবেই মূল্যায়ন করেছেন আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

রাউজানে ‘শত পরিবারে লক্ষ টাকায় ঈদের হাসি’ উপহার 2

শনিবার (৮ এপ্রিল) রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের চার্টার প্রেসিডেন্ট সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও রোটারিয়ান শওকত বাঙালির সঞ্চালনায় রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বেলা ১২টায় অনুষ্ঠিত এ আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মো. শহিদুল্লাহ, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, রোটারিয়ান পিপি পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান নাসিমা আখতার, রোটারিয়ান বৃজেট ডায়েস, স্থানীয় ঈদগাঁ পরিচালনা কমিটির সেক্রেটারি শওকত নোমান।

এতে আরও উপস্থিত ছিলেন সমাজসেবী ঈসা খাঁ, লোকমান হোসেন, মফিজ মেম্বার, নজরুল ইসলাম, সালামত আলী, শওকত আল-আমিন, শওকত হাফেজ, নোমান তালুকি, আজাদ হোসেন, যুবনেতা আরিফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ক্লাবের ৮৮০ তম সভায় রাউজানে ১০০ পরিবারকে ১ হাজার টাকার ঈদ উপহার বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ১৪ এপ্রিল উপলব্ধির সুবিধাবঞ্চিত শিশুদের সাথে পহেলা বৈশাখ উদযাপন ও ইফতার বিতরণের কর্মসূচি রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!