রাউজানে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানের পশ্চিম গহিরা অংকুরিঘোনা এলাকার বিতান বড়ুয়া(৪৩) নামে এক মাছ ব্যবসায়ীকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিবেশিদের সঙ্গে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে রাউজান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অংকুরি ঘোনা বড়ুয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুইজন মোটরসাইকেল আরোহী তাকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির সামনে গুলি করে। এরপর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বড়ুয়া পাড়ার বাসিন্দা বিতান পেশায় মাছ ব্যবসায়ী। এছাড়া বিতান এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং স্থানীয় একটি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

পুলিশ জানায়, বিকেলে হালদা নদীর পাড়ে অংকুরি ঘোনায় এসে সামনে থেকে বিতানকে গুলি করে দুইজন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ জানান, রাহুল বড়ুয়া ও তুফান বড়ুয়া নামে দুই প্রতিবেশির সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিতানের বিরোধ ছিল। শত্রুতার জেরে খুন হতে পারেন। আমরা দুজনকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!