যুবলীগের সম্মেলন থেকে ঘরে ফেরা হলো না প্রকৌশলীর

ছেলে সদ্য চট্টগ্রাম থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। উচ্চতর শিক্ষার জন্য ঢাকার গাজীপুরে কোচিং করছে।
কয়েকদিন আগেই চট্টগ্রামে আসে বাবাকে দেখতে।

বন্ধুদের সাথে সোমবার (৩০ মে) যুবলীগের সম্মেলন যায়। কিন্তু সেই সন্মেলন শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় হামিমের জীবন চাকাও। সন্মেলন থেকে ট্রাকে উঠার সময় চাকার নিচে পিষ্ঠ হয়ে মারা যান হামিম।

সোমবার(৩০ মে) রাত ১০ টার দিকে নগরীর কাজীর দেউরি এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সদ্য পাশ করেছেন দুর্ঘটনায় নিহত হওয়া হামিম আহমেদ পাটোয়ারি (২০)। তাদের বাড়ি চাঁদপুর জেলায়।

নিহতের বাবা আবু ইউসুফ নগরীর হোটেল সৈকতের কর্মকর্তা।

ঘটনার বিষয়ে আবু ইউসুফ বলেন, ‘কিছুদিন আগেই গাজীপুর থেকে সে ঘুরতে এসেছিলো আমার কাছে। এসে বন্ধুদের সাথে যুবলীগের সম্মেলন যায়। কিন্তু আসার সময় তাড়াহুড়ো করে ট্রাকে উঠার সময় চাকার নিচে পড়ে যায়। তাৎক্ষনিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করায়। কিন্তু রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে এক যুবককে চমেকে আনা হলে তাকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। কিন্তু মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!