ময়লা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চকবাজারে

ময়লা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পেয়ারা বেগম নামের এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। ময়লা কুড়ানোর সময় বৈদ্যুতিক তার ছিড়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) নগরীর চকবাজার থানার মাছ বাজারের সামনে বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

পেয়ারা বেগম (২৭) বগারবিল পোড়া কলোনির শান্তিনগর এলাকার মো. রুবেল হোসেনের স্ত্রী। তার একটি ছেলে সন্তান রয়েছে।

পেয়ারা বেগমের আত্মীয় রুবেল হোসেন জানান, পেয়ারার এক ছেলে আছে। তিনি সন্তানসম্ভবা ছিলেন। তার স্বামী কিছুদিন পরপর তাকে রেখে গ্রামে চলে যেত। কষ্টে জীবন কাটত তার। মানুষের বাসা-বাড়িতে কাজ করত আগে, কিন্তু পেটে বাচ্চা আসার পর বাসায় কাজ করতে পারতেন না। তখন বাজারে ময়লা কুড়িয়ে বিক্রি করে দিয়ে যে টাকা পেতো, তা দিয়ে কোনোরকম চলতো।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, ‘বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হয়ে পেয়ারা বেগম চকবাজার মাছ বাজারের কাছে ময়লা কুড়াতে আসেন। বিকাল ৪টার দিকে ময়লা কুড়ানোর সময় বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে তার ছিঁড়ে পেয়ারা বেগমের গায়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ চট্টগ্রাম মেডিকেলে নিয়ে এসে জরুরি বিভাগের মর্গে রাখে।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!