রাঙ্গুনিয়ায় মাছ ক্রেতা সেজে আসামি ধরলেন পানছড়ির ওসি

সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে ক্রেতা সেজে তার কাছ থেকে মাছ কিনতে যান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ফোনে কৌশলে গড়ে তোলেন সখ্যতাও। এভাবে ফাঁদ পেতে প্রায় এক মাস শ্রম দিয়ে সেই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে শ্রীঘরে পাঠান তিনি।

আজগর আলী (৩০) নামের সেই আসামিকে মাছ ক্রেতার ছদ্মবেশে গ্রেপ্তার করেন পানছড়ি থানার ওসি আনচারুল করিম। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার মোল্লাপাড়া গ্রামের আব্দুল আজীজের ছেলে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়ার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন, ‘সাজা ও ওয়ারেন্টভুক্ত আজগর দীর্ঘদিন গা ঢাকা দিয়ে রাঙ্গুনিয়া চৌমুহনী বাজারে মাছের ব্যবসা করছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!