মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপসহ ৩ পুলিশ ৭ দিনের রিমান্ডে

কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কক্সবাজার র‌্যাব-১৫ এর উইং কমান্ডার আজিম আহমেদ ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন টেকনাফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা বলেন, ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিতের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে বাকী আসামিদের জেল গেইটে জিজ্ঞাসাদের জন্য নির্দেশ দেওয়া হয়।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে ৪টা ৫৮ মিনিটে চট্টগ্রাম থেকে পুলিশ পাহারায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে যখন কক্সবাজার আদালতে আনা হয় তখন উপস্থিত উৎসুক জনতা খুনি খুনি বলে চিৎকার করতে থাকে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!