মধ্যরাতের ‘বন্দুকযুদ্ধে’ ৭ মামলার ডাকাত নিহত

টেকনাফ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সেলিম (৩৪) প্রকাশ সেলিম ডাকাত নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টায় হোয়াইক্যং ইউনিয়নের কেরুণতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাতে পুলিশ হোয়াইক্যং ইউনিয়ন চাকমারকুল এলাকার কাদির হোসেনের ছেলে মো. সেলিমকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১২টায় কেরুণতলী এলাকায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে গেলে উৎপেতে থাকা সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে এসআই আরিফুর রহমান, কনেস্টেবল আব্দুর শুক্কুর ও মেহেদী হাসান আহত হয়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সেলিম গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরি একটি এলজি, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড খালি খোসা ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত সেলিমের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ৭টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!