টেকনাফের কেওড়া বনে ১৩ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো তারা

কক্সবাজারের টেকনাফে কেওড়া বনে অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। বুধবার (২৩ অক্টোবর) ভোরে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া হাজির খাল এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি-২ ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ‘মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদ পেয়ে বিজিবিরি একটি দল দমদমিয়া হাজির খাল এলাকায় নাফ নদীতে অবস্থান করে। একপর্যায়ে ভোর ৩টায় ৪-৫ জন লোককে নাফ নদী সাঁতরিয়ে কূলে উঠতে দেখে বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করলে তারা দ্রুত কেওড়া বনের ভেতর পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আশেপাশের এলাকায় তল্লাশী চালিয়ে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!